ইলেকেট্রনিক্স পন্য ক্রয়ে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের জি-ফাইভ পলিসি সনি ক্রেতাস্বার্থ সংরক্ষনে আন্তর্জাতিক স্বীকৃতি পেলো।

Digital Marketing Case study

সম্প্রতি ১৩ই মার্চ ২০২৪ সিংগাপুরে অনুষ্ঠিত হয়ে গেলো সনি বিজনেস পার্টনার কনফারেন্স ২০২৪ (এসবিপিসি)।

আরএমডিসি, সনি সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট মি. জেরেমি হেং এর নেত্রীত্বে এই কনফারেন্সে অংশগ্রহন করেন এশিয়ার বিভিন্ন দেশের সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ও কর্মকর্তাগন। এই অনুষ্ঠানে ক্রেতাস্বার্থ সংরক্ষনে বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বা সনি-স্মার্ট এর বিক্রয় পলিসি জি-ফাইভ কার্যক্রমকে ক্রেতা স্বার্থ সংরক্ষনের সর্বোত্তম পলিসি হিসেবে স্বীক্রিতি প্রদান করা হয়। একই সাথে বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে স্বীকৃতি স্বরূপ স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড’কে অফিসিয়াল পার্টনারশীপ অ্যাওয়ার্ড ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সনি-স্মার্ট এর জি-ফাইভ কার্যক্রম নিয়ে সনি বিজনেস পার্টনার কনফারেন্স ২০২৪ এ অনুষ্ঠানে বছরের বেস্ট প্রেক্টিসের অংশ হিসেবে – অডিও-ভিজুয়াল প্রেসেন্টেশন প্রদান করেন প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপক জনাব আজাদ রহমান। জি-ফাইভ পলিসির মাধ্যমে সনি-স্মার্ট তাদের ক্রেতাদের সনি’র জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন কেয়ার ও জেনুইন পেশন এর মাধ্যমে বাংলাদেশে সনি ক্রেতাদের মনে গভীর আস্থা এবং বিশ্বাস অর্জন করেছে, যা সনি ব্র্যান্ড কে বাংলাদেশে আরও শক্তিশালী অবস্থানে উন্নীত করেছে। উপস্থিত সকল দেশের কাছে বাংলাদেশের সনি-স্মার্ট এর এই জি-ফাইভ কার্যক্রম ভুয়াসী প্রশংসা অর্জন করে।

বছরে বেস্ট প্রেক্টিসের স্বীকৃতি হিসেবে এ উপলক্ষে সনি বিজনেস পার্টনার কনফারেন্স ২০২৪ এ জি-ফাইভ পলিসি বাস্তবায়নেব জন্য স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট) এর এক্টিভেশন টিমকে ইউএস ২০০০ ডলার এর একটি মোটিভেশনাল চেক প্রদান করা হয় যা অন্যান্য দেশের সনি ডিস্ট্রিবিউটরদেরকেও তাদের দেশে জি-ফাইভ পলিসি বাস্তবায়নে উৎসাহিত করছে।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট) কে অফিসিয়াল পার্টনারশীপ অ্যাওয়ার্ড ক্রেস্ট এবং বেস্ট প্রেক্টিস মোটিভেশনাল চেক প্রদান করেন আরএমডিসি, সনি সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট মি. জেরেমি হেং। সনি-স্মার্ট এর পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব মোহাঃ মাজহারুল ইসলাম এবং বিপনন উপ-মহাব্যবস্থাপক জনাব আজাদ রহমান যথাক্রমে অফিসিয়াল পার্টনারশীপ অ্যাওয়ার্ড ক্রেস্ট গ্রহণ করেন।

Sony-Smart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *